বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মহররমের চাঁদ

মহররমের চাঁদ

- সাকিব জামাল


দেখো, দেখো, বেদনার নীল আকাশে

কী করুণ চেহারা নিয়ে ভেসে উঠেছে

ওই মহররমের চাঁদ!

এই মাসে চাঁদ হাসে না।

যদি বোঝো, তাঁকাও, কী মলিন তার মুখ!

আচ্ছা, হোসাইনের শাহাদাত বরণে

তুমি কী দুঃখ পাও না?

এর চেয়ে নির্মমতম বিষাদ

আর কী হতে পারে?

এই চাঁদে-

ভুল তথ্যে তুমি, করো না

কোনও জোছনাবিলাস।

বরং বেদনায় দু'চোখে; স্রোত বয়ে যাক

নবীজির দৌহিত্রে'র প্রেমে।