বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ

 

বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ

বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।
শান্তিতে সংগ্রামে আমার বাংলাদেশ।
এখানে সূর্য ওঠে
রক্তিম সাহস নিয়ে,
এখানে সূর্য ডোবে
লাল সালাম দিয়ে!
সাহস আর ভালোবাসায়
এগিয়ে চলছি বেশ।
বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।।

বায়ান্নোর ভাষা আন্দোলন
হৃদয়ে রয়েছে গাঁথা
একাত্তরে রক্তে কেনা
আমরা স্বাধীনতা।
নব্বইয়ে গণতন্ত্র
আর চব্বিশে সুশাসন
বীরের সাথে বীরের বেশে
আমাদের বন্ধন।
তোমরা সবাই তাঁকিয়ে দেখো
আমরা অনিঃশেষ!
বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।।

ভয় পাই না, জয় করে যাই
আমরা যেটা চাই!
মানবাধিকারের উজ্জ্বল পতাকা
আমাদের হাতে তাই!
বিশ্বকল্যানে আমরাই সেরা
অবাক সকল দেশ!
বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।
শান্তিতে সংগ্রামে আমার বাংলাদেশ।।

বাঁধন ভাঙার গান

 

বাঁধন ভাঙার গান

শেষটা সুন্দর হোক আমাদের!
সমাপ্তির গানটুকু মনে থাকুক। মনে থাকুক
নদীর পাড় ভাঙার স্মৃতিচিহ্ন। মনে থাকুক
বিদীর্ণ পাহাড়ের ঝর্ণা। মনে থাকুক
তৃষ্ণার্ত পাখির হঠাৎ হঠাৎ জল পান।

প্রেম আমাদের কোনদিনই ছিলো না!
মনস্তাত্ত্বিক জগতের জৈবিক খেলা
বেপরোয়া বয়স উপেক্ষা করতে শেখেনি তখনও
পরিচ্ছন্ন পরিচ্ছেদে পরিচয় ছিলো না। হয়তো তাই
পরিচয় ঘটেছিল ফ্রয়েডীয় বাসরে।
ফান্টাসি'র ফানুস নিভে যাবার পরে
দুজনেই দুজনকে দেখলাম বেশ অচেনা।
যেন রাতের আকাশের দুই নক্ষত্র দুরত্ব নিয়ে,
পৃথিবীর চোখে কাছাকাছি থেকেছি।
ম্যাচিউরিটি এসেছে এখন, দাবি উভয়ের।
সুতরাং শেষটা সুন্দর হোক আমাদের!

শেষটা সুন্দর হোক আমাদের!
সমাপ্তির গানটুকু মনে থাকুক। মনে থাকুক
মেঘ থেকে ছিটকে পড়া বৃষ্টির শব্দ। মনে থাকুক
ঘাসের বুকে ক্লান্ত শিউলির দান। মনে থাকুক
ফসল শেষে বৃক্ষের অবশিষ্ট হিউমাস। মনে থাকুক
ফুড ওয়েব, ফুড চেইন, বাস্তুসংস্থান।

বিদায়।
শেষটা সুন্দর হোক আমাদের!
শুভ হোক বাধন ভাঙার ক্ষণ!

এই শরতে দোলো হে বিপ্লবিনী!

 

এই শরতে দোলো হে বিপ্লবিনী!

শরৎ সন্ধ্যায়,
এলোমেলো বাতাস লাগছে গায়
মন চায়, কাশফুলের মতো দোলো তুমি,
দোলো হে বিপ্লবিনী, রাতের গভীরতায়!
শরাবান তহুরার পেয়ালাসব তোমার,
আমাকে দাও। দাও প্রেম আর দ্রোহের ছবক।
আকাশে উড়ুক মেঘ তাড়ানো স্বপ্নের সফেন,
শ্বেত কপোতের গানে গানে।
আসুক ভোর, নতুন সূর্যের-
অনন্য উষ্ণতায়!

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

পাগলাটে একটা স্বপ্ন আছে আমার

 পাগলাটে একটা স্বপ্ন আছে আমার!

- সাকিব জামাল 


পাগলাটে একটা স্বপ্ন আছে আমার! 

এই পৃথিবীর বুকে একদিন, 

সমগ্র জমিন হবে মানচিত্রহীন 

এবং শাসকবিহীন! 

মানুষ হবে পরম মানবিক। 

এই শতকে অথবা পরে 

গ্রহে গ্রহে যখন সভ্যতা হবে 

স্বপ্ন আমার হবেই হবে সঠিক!