কি লাভ করলে বলো
অন্যজনে দিয়ে কষ্ট
কি এমন স্বপ্ন গড়েছ
অন্যেরটাকে করে নষ্ট
কারও মনে দিয়ে কষ্ট
করে কারও স্বপ্ন ভঙ্গ
যায়না হওয়া সুখী পরিনামে
এ শুধু সাময়িক রঙ্গ !
অন্যজনে দিয়ে কষ্ট
কি এমন স্বপ্ন গড়েছ
অন্যেরটাকে করে নষ্ট
কারও মনে দিয়ে কষ্ট
করে কারও স্বপ্ন ভঙ্গ
যায়না হওয়া সুখী পরিনামে
এ শুধু সাময়িক রঙ্গ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন