করিনু সমর্পণ
দিনগুলি মোর, মোর জীবন
মোর কর্ম, মোর চাওয়া
মহান আল্লাহর হাতে ।
নেই ক্ষতিকর কিছু
আছে শুধু ভালো তাতে ।
যা কিছু ঘটুক
যা ই হোক ফলাফল
তা তারই ইচ্ছা
তা ই তো মঙ্গল ।
দিনগুলি মোর, মোর জীবন
মোর কর্ম, মোর চাওয়া
মহান আল্লাহর হাতে ।
নেই ক্ষতিকর কিছু
আছে শুধু ভালো তাতে ।
যা কিছু ঘটুক
যা ই হোক ফলাফল
তা তারই ইচ্ছা
তা ই তো মঙ্গল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন