সোমবার, ২৩ জুন, ২০১৪

নীলে নীল

বাঁকা চোখে 
সুনয়না যখন তাকালো
আমার পানে
হৃদয় মোর কেঁপে উঠলো
বাতাসে কাঁপন যেমন
নদীর জলে । 
আর তার তাঁকানোর ভঙ্গিমা
যেন মনের সূখে
জলের বুকে
কোন রাজহংসী
কিছুটা মাথা করে বাঁকা
তাঁকানো নীল আকাশ পানে ! 
ডাকে- হে নীলিমা
নেমে আসো
নীল জলে 
আকাশ বলে
কেমন করে আসবো নেমে
কোন ছলে ? 
বরং তাঁকাও 
কোন রাজহংসের নীল চোখে
নীলে নীল হও
ভালোবেসে ! 
রাজহংসী আর আকাশের
কথা শুনে
আমিও তাঁকালাম
সুনয়নার নীল ‍চোখে 
নীলে নীল 
ভালোবেসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন