১.
ব্যাঙের বিয়ে
বরযাত্রীরা যায়
বিমান দিয়ে !
ব্যাঙের বিয়ে
বরযাত্রীরা যায়
বিমান দিয়ে !
২.
প্রেমের নাও
মনে মিললে মন
তবেই বাও ।
প্রেমের নাও
মনে মিললে মন
তবেই বাও ।
৩.
মেঘের দল
বলে: প্রেম কাননে-
দু:খের জল!
মেঘের দল
বলে: প্রেম কাননে-
দু:খের জল!
৪.
বৃষ্টির সাজে
প্রজাপতির মন
ফুলের ভাজে!
বৃষ্টির সাজে
প্রজাপতির মন
ফুলের ভাজে!
৫.
আকাশ নীল
জলজ ছলছল
চোখের মিল ।
আকাশ নীল
জলজ ছলছল
চোখের মিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন