মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নানা বাড়ি

 

নানা বাড়ি

- সাকিব জামাল

গ্রাম দেশে নানা বাড়ি
বেড়াতে যাই চলো,
এমন সুন্দর আনন্দ ভারি
আর কী আছে বলো!
আছে ফুল আছে ফল
পুকুর ভরা মাছ,
সবুজে ঘেরা গ্রাম মাঝে
দারুণ ধান গাছ!
নানান পশুর ঘোরাঘুরি
আর পাখির কলরব,
নদীর জল টলমল
ভালো লাগে সব।
ভীষণ মিশুক গায়ের লোক
সরলতার ছবি আঁকা
শহরের মতো নেই সেখানে
একলা একা থাকা।
তুমিও কি যাবে নাকি
আমার নানা বাড়ি?
চলো বন্ধু, বেড়িয়ে আসি,
যাই সুখের বলিহারি!

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কবিতা যখন ম্যানগ্রোভ বন!

 

কবিতা যখন ম্যানগ্রোভ বন!

- সাকিব জামাল

সশব্দে অথবা নিঃশব্দে-
পেটে যখন 'ক্ষুধার্ত বাঘ' করে ঘোরাফেরা
ভালোবাসা তখন হরিনীর মতো দেয় ভোঁদৌড়!
সংকট উভয়-
ধরা পরলেও শেষ,
ধরা না-পরলে পালিয়ে হয় নিরুদ্ধেশ!
সংসার চলে-
নারী-পুরুষ প্রেমহীন
সামাজিক সমঝোতায় 'মধ্যবিত্ত' বসবাস!
বাস্তুতন্ত্র রক্ষায়-
কবিতা তখন ম্যানগ্রোভ বন
জোয়ার-ভাটার নিত্য খেলায় বাড়ে-কমে ক্ষেত্রফল!

তিরিং বিরিং ঘাসফড়িং

 

তিরিং বিরিং ঘাসফড়িং

সাকিব জামাল

নম্র-ভদ্র ঘাসফুল আর
          তিরিং বিরিং ঘাসফড়িং
বন্ধুতা হলো দুজনে-
         কোন এক বৃষ্টির দিন!


আতি দুষ্ট ঘাসফড়িং শুধু
             ঘাসফুলকে জ্বালায়,
ফুলের দিকে করে না খেয়াল
           উল্টা-পাল্টা লাফায়।


বন্ধু ভেবে ঘাসফুল বলে,
          "মেতো না খুব বেশি
পরে গেলো কষ্ট পাবে,
          থেমে যাবে সবখুশি!"


শুনলো না ঘাসফড়িং-
                 বন্ধু'র সে কথা,
পা পিছলে চিৎপটাং-
                পেল খুব ব্যথা।


দুঃখে শোকে ঘাসফড়িং বলে,
             "উহ্,আহ্, 'মা'... রে
না-শুনলে বন্ধুর কথা
              বিপদ ঠিকই বাড়ে!"

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

বড় স্যারের ড্রাইভার!

 

বড় স্যারের ড্রাইভার!

- সাকিব জামাল

হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
         টাকা হবে কোটি কোটি,
         বাড়ি হবে ভুরি ভুরি,
         গাড়ি, নারী কুড়ি কুড়ি
         সবই হবে চমৎকার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
         ক্ষমতা বেশি স্যারের চেয়ে-
         চোটপাঠ, ঠ্যালা ভীষণ তার!
         নিয়োগ, বদলি, দুর্নীতি, টেন্ডার-
         মিলবে কমিশন, পার্সেন্ট হার।
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
        দেশের কথা, দশের কথা-
        সে ভাবনা করে না স্যার!
        ড্রাইভার আর করবে কি?
        ভাগ নেয়টা মূল ব্যাপার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
        সময় বলে, চলতে থাকো-
        হিসাব হবে একদিন ঠিক,
        থাকবে না পাশে কেউ তখন,
        ছুটবে তুমি দিক বিদিক!
        থাকতে সময় এখনই সবাই-
        সুপথে ফিরে আসো আবার।
হলে বড় স্যারের ড্রাইভার,
সৎ থাকাটা খুব দরকার!

ছায়াজ্ঞান

 

ছায়াজ্ঞান

- সাকিব জামাল

ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!


ছায়া-আলোর খেলা নিদর্শন।
আলো যখন তির্যকে পরে-
'দেহ' কম আলো পায়, 'ছায়া' হয় অপেক্ষাকৃত বড়।
অথচ, সরাসরি আলোর নিচে-
'দেহ' প্রায় পূর্ণ আলোকময়, কিন্তু 'ছায়া' ছোট!
জ্ঞানের আলোও তেমন পরে মনের অঙ্গনে।
'আলোকিত মানুষ' তাই, ঠিকই, নিজের 'ক্ষুদ্রতা' রাখে স্মরণে।
বিপরীত বোধে- 'অহম' বড়। মানুষ নয়, আলোও নয়।


ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!


বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় পশু

 

জাতীয় পশু

- সাকিব জামাল

বাংলাদেশের জাতীয় পশু-
রয়েল বেঙ্গল টাইগার,
মাথা উঁচিয়ে চলে সদা-  
সুন্দরবনে বাড়ি তার।


হলদে-কালো ডোরা কাটা
বনের রাজা বাঘের গায়,
হালুম হালুম ডাকলে পরে
অন্য পশুরা ভয় পায়।  


শক্তির প্রতীক, সাহসের প্রতীক
বাঙালি জাতির মতো,
আদর করে 'বাঘ মামা' ডাকি,
ভয় পাইনা ততো!

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

জোতির্ময় ভালোবাসা

 

জোতির্ময় ভালোবাসা

- সাকিব জামাল

এসো, ভালোবাসো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-
আমরা প্রবেশ করবো এক 'জোতির্ময়' গুহায়!
যেখানে দেয়ালে দেয়ালে ফুল হয়ে ফোটে-
আসমানী তারার দল। শুদ্ধতার আলো ছড়ায়।


তুমি কি জানো? জাগতিক কামনার জলে-
ভেসে ভেসে আসা অন্ধকার,
হৃদয়ের উপরে জমে অদৃশ্য করে দেয় প্রেম!
নদীর মতো নাব্যতা হারায় মনের গভীরতা।
স্রোতহীন হয়ে পড়ে জনকল্যাণচিন্তা।
মানুষ তখন, পৃথিবীর সহচর প্রাণীদের থেকে অভিন্ন!
ভুলে যায় আত্মপরিচয়।
এমন ভয় আমার, আমাকে নিয়ে হয়।
এমন ভয় আমার, তোমাকে নিয়েও হয়!


এসো, দূর করি ভয়। ঐশ্বরিক প্রেমে, জোতির্ময় ছোঁয়ায়!


মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

মানবাধিকার ফিজিক্স

 

মানবাধিকার ফিজিক্স

- সাকিব জামাল

বঞ্চিত অধিকারের ধ্বংসস্তুপে বসে- হু হু করে কাঁদতে নেই!
বরং চিৎকার করো- শ্লোগানে। শ্লোগানে, শ্লোগানে- কাঁপন ধরুক-
শোষকশ্রেণীর পায়ের নিচে মাটিতে- রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রায়।
ভয় নেই, ভয় পাবার কোন কারণ নেই!
সুদৃঢ় পর্বতমালা নিমিষে বিলীন হয়ে যায়-
যথাযথ ভরবেগে ডিনামাইট আঘাত করে যখন। এটাই ফিজিক্স!


তোমার অধিকার- ফিজিক্সের 'জড়তা' সূত্র মানে।
'যতক্ষণ বাহ্যিক বল প্রয়োগ না-করা হয়, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে চলে।'
অধিকার হরণের মহোৎসবও চলতে থাকে, যতক্ষণ তুমি চুপ থাকো।
ঠিক বিপরীত। যখন তোমার ভোকাল কর্ডের কম্পন নায্যতার আওয়াজে মিলে যায়-
অনুনাদ হয় আকাশে বাতাসে তখন। সে বিপ্রতীপ বলে-
শোষকদল চুপ হতে বাধ্য।
কার আছে- ফিজিক্সকে অস্বীকার করার সাধ্য?


মানবাধিকার ফিজিক্স বুঝে নাও দ্রুত, পৃথিবীর বুকে যারা রয়েছো শোষিত-বঞ্চিত।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

ঋতুরানি শরৎ

 

ঋতুরানি শরৎ

সাকিব জামাল

এসেছে শরৎ,         সোনালী রোদ-
      সাদামেঘ ওড়ে আকাশে,
কাশবন দোলে,         শাপলা নাঁচে,
       দখিনের মিষ্টি বাতাসে।
শিউলি তলা         শিশির ভেজা
       দারুণ সুবাস ফুলবনে,
নদীর জল             শান্ত-সুশীতল
     আনন্দ জাগায় বেশ মনে!
ঋতুরানি শরৎ       আপরূপা ভীষণ
      বাংলা মায়ের এই বুকে,
পরশে তার,             হৃদয় সবার-
         মেতে ওঠে খুব সুখে।

আটশো কোটি জোড়া সমুদ্র

 

আটশো কোটি জোড়া সমুদ্র

- সাকিব জামাল

আটশো কোটি জোড়া সমুদ্র পৃথিবীর বুকে,
কথা কয়- চোখে চোখে, জলে জলে!
লোনা জলের স্বাদ-
সুখে-দুঃখে সবার চেনা,
অচেনা শুধু জীবনের মানে-
'আদিম রহস্য' সে এখনো রহস্যময়!
ঘুরপাক খায় কষ্টরা, প্রতিজনে, জোড়া সমুদ্রে-
কূল-কিনারাহীন!
তবু, ঝড় ওঠে, রহস্যভেদ নেশায়-
চোখ যুগল শান্ত হয় নি আজ অবধি- অস্থিরতার!
বয়ে চলে জোড়া সমুদ্র, সংখ্যায় বাড়ে, ফুলে ফেঁপে ওঠে-
অ্যাকুয়াস হিউমার!


সবগুলো জোড়া সমুদ্র- প্রশান্ত হবে যেদিন,
সে স্বর্গসময়কাল কতো দূরে?
ঘুমিয়ে আছে কোন সভ্যতার বুকে!
রহস্যময় সমুদ্রজলে মানব ডোবে বিরামহীন...

সমান্তরাল প্রেম

 

সমান্তরাল প্রেম

- সাকিব জামাল

ধরে নাও, আমাদের ফের দেখা হলো-
গাণিতিক সংখ্যারেখার শূন্য বরাবর।
যে দিন গেছে- বিরহে, বিষাদে- ঋণাত্মক ধরো। ভুলে যাও।
যে দিন সামনে- ভালোবাসায়, আনন্দে- ধনাত্মক ধরো। মনে রাখো।
তারপর,
আমার চোখে তাঁকাও। হাতে হাত ধরো।
সংখ্যারেখার প্রতি বিন্দুতে স্থানিক মানে- মনে মনে প্রেম বসাও!
এরপর, ছুটে চলো-
শূন্য থেকে সামনে, অসীমে।
প্রয়োজনে-
তোমার রেখায় তুমি থাকো!
আমার রেখায় থাকি আমি!
তবুও যাত্রা চলুক!
যাত্রা চলুক- সমান্তরালে, ভালোবাসায়, বিরামহীন।
আসছে দিন হোক- 'আচ্ছে' দিন!


বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

তোমায় নিয়ে দ্রোহ!

 

তোমায় নিয়ে দ্রোহ!

সাকিব জামাল

অপ্সরা নয়, তোমায় নিয়ে-
দ্রোহ আমার ইন্দ্রের সাথে!
তুমি সামনে এলে-
নৈসর্গিক ধ্যানে পড়ি প্রেমের,
সুর, অসুর কিংবা ইন্দ্রের পাঠানো অপ্সরা-
আমার মগ্নতা ভাঙানোর ক্ষমতা রাখে না কেউ!
তোমার মগ্নপাঠে-
কাটিয়ে দিতে পারি অনন্তকাল।
তুমি প্রেমিকা হলে,
প্রেমের দেবত্ব লাভে-
দ্রোহ করবো আমি আজন্মকাল।

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

এসো, ভাদ্র-বৃষ্টি-প্রেম!

এসো, ভাদ্র-বৃষ্টি-প্রেম!

- সাকিব জামাল

ভাদ্র মাসের সূর্যাগুনে-
হৃদয় পুড়ে 'খই'!
ছুটে আসো, ভালোবাসো,
দাও বৃষ্টির ছোঁয়া, সই।
'তালপাকা' গরম, ভাদ্রে বেরহম-
চরম কষ্টক্লান্ত রই!
চায় মনচাতকে, তোমার পরশে-
একটু সরস হই!
খরায় খরায়- জ্বলে পৃথিবী,
জ্বলে যায় মন ঢের।
এসো, ভাদ্র-বৃষ্টি-প্রেম,
শরৎ স্নিগ্ধতা ফের!

মাতৃকোল

 মাতৃকোল

- সাকিব জামাল

মমতার মাতৃকোল সন্তানের স্বর্গ
আজন্ম নিশ্চিন্ত বাস প্রিয়তম স্থান,
সুখে দুখে মনজুড়ে শান্তির সম্পান,
ভালোবাসা মেখে থাকা নিয়ত নিসর্গ।
মায়ের আঁচল সে যে পুজনীয় অর্ঘ্য
বটবৃক্ষ ছাঁয়াঘেরা দেবীসম প্রাণ,
প্রেমের বন্ধনে গাথা সুনির্মল গান,
বিষন্নতা মুছে ফেলা ‘ইরেজার বর্গ’।


নেই যার মাতৃছাঁয়া দূর্ভাগা সেজন
পৃথিবীর বুকে তার দুঃখ চিরকাল,
কষ্টমাখা পথচলা ভীষণ বেহাল,
বেদনায় ডুবে থাকা তৃপ্তিহীন মন।
যার আছে মাতৃধন দীর্ঘকাল থাক,
নেই যার দুঃখ তার দূরে উড়ে যাক।


বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

যতদূরে ইচ্ছে থাকো!

 

যতদূরে ইচ্ছে থাকো!

- সাকিব জামাল

থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো-
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি!
দিগন্তরেখায় আকাশ-পাতাল মিলনের সঙ্গমছল,
দূরে দূরে থেকেও কীভাবে 'মিছে' মিশে যাওয়া-
'ভ্রান্তি' দর্শকের চোখে, প্রেমিকের চোখে না!
প্রেমিক জানে, খসে পড়া উল্কাপিন্ড একদিন সেও ছিলো-
ধূমকেতুর অংশবিশেষ, প্রাণবন্ত বন্ধনে।
প্রেমিক বিশ্বাস রাখে-
পাতাল আকাশের অংশ- অসীম শূণ্যতার মাঝে!
ভালোবেসে মিশে যাওয়া আত্মারা-
দৈহিক দূরত্বে ভুগোল মানে, মনোবিজ্ঞান মানে না!


থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো!
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি,
মিলনাত্মক প্রেমে ডুবে থাকি আজন্মকাল।।