কবিতা যখন ম্যানগ্রোভ বন!
সশব্দে অথবা নিঃশব্দে-
পেটে যখন 'ক্ষুধার্ত বাঘ' করে ঘোরাফেরা
ভালোবাসা তখন হরিনীর মতো দেয় ভোঁদৌড়!
সংকট উভয়-
ধরা পরলেও শেষ,
ধরা না-পরলে পালিয়ে হয় নিরুদ্ধেশ!
সংসার চলে-
নারী-পুরুষ প্রেমহীন
সামাজিক সমঝোতায় 'মধ্যবিত্ত' বসবাস!
বাস্তুতন্ত্র রক্ষায়-
কবিতা তখন ম্যানগ্রোভ বন
জোয়ার-ভাটার নিত্য খেলায় বাড়ে-কমে ক্ষেত্রফল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন