মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

হঠাৎ বিদায়

 

হঠাৎ বিদায়

সাকিব জামাল

দূর কক্ষপথে, ছিলাম দুজনে।
ভালোবাসার মহাকর্ষ টানে,
কাছে এসে, পাশে বসে, রেখেছিলাম চোখ-
তোমার চোখের পানে।
যাত্রা শুরু, আনন্দ পথে-
যেন যুগল স্যাটেলাইট।
কেন্দ্র প্রেম। ঘূর্ণন অক্ষ-
স্বপ্নের বসবাসে।


তোমার ঠোঁটের কোণে, তখন, এক ফালি চাঁদ হাসে
দেখে সুখে, মন আমার, আকাশগঙ্গায় ভাসে।।


হঠাৎ বিদায়! হঠাৎ হলো ছুটি!
পৃথিবী ছেড়ে আকাশগঙ্গায়-
তারারা আবাসিক জুটি!
তোমার হাসি, চোখের ঝলক
তরঙ্গে তরঙ্গে ভাসে,
তোমার ভালো থাকার খবর
আমার এখানে আসে!
তোমার সুখে,
বেদনা মুছে, মিটিমিটি আমি জ্বলি-
মহাশূন্যে, দূর ভুবনে-
প্রেমের অমরাবাসে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

হরিণী নয়, সিংহী হও নারী!

 

হরিণী নয়, সিংহী হও নারী!

সাকিব জামাল

গাণিতিক হিসাব ধরো-
আথবা, ধরো, বাস্তুতন্ত্রের খাদ্যচক্র-
বাঘের ভয়ে দৌড়ে বেড়ানো- হরিণী, বাঁচতে পারে?
বেঁচে থাকা যায়!
উপায়?
হরিণী নয়, সিংহী হও নারী।
দ্রোহকে ভালোবেসে-
আমি হলফ করে বলতে পারি,
ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন- সেসব দূরের কথা!
তোমার দেহে-
নখের আঁচরও কাটতে পারবে না কেউ!
নিজেকে রূপান্তরে-
নিউরন মাঝে যদি তুলতে পারো ঢেউ।
বাঘের সাথে সমানতালে-
তুমিও চলতে পারো সবখানে, সবসময়।


হরিণী নয়, সিংহী হও নারী।।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

কর্পোরেট কারাগার

 

কর্পোরেট কারাগার

- সাকিব জামাল

ঘড়ির কাঁটায় আঁকা ছকবাধা জীবনে-
শৃঙ্খলা থাকতে পারে, সুখানুভূতি কম!
কর্পোরেট কারাগারে-
নিত্য এক নিয়ম।
       এতো টা'র সময় এ কাজ করো!
       এতো টা'র সময় ঐ কাজ করো!
সভ্যতার যাত্রায় কর্মকৌশল বিবর্তনে,
এমন সিনেমা নির্মাণ করে চলেছে মানুষ-
        যেখানে দুঃখ'রা স্বাগতিক!
অথচ, উদাসমনে প্রকৃতির সাথে মিশে যাওয়া-
এক দুর্দান্ত সুখ।
           অনুভূতি মহাজাগতিক!

বাটখারা

 

বাটখারা

- সাকিব জামাল

দুর্জনের বাজারে- সজ্জন ওজনে হালকা!
মর্যাদাবোধের বাটখারা তাই নিজের কাছে রেখো,
মাঝেমাঝে নিজেকে নিজে মেপো।
বিশেষত, ঘুমোতে যাবার পূর্বে-
যখন রাত গভীর হয়, নেমে আসে নিস্তব্ধতা-
সরব করো তখন নিউরন সমস্ত।
নিক্তি নাঁচাও-
দোলে কোন দোলে? দেখো।
ঝুল দুর্জনে হলে বেশি-
পরিশুদ্ধবোধে, সরিয়ে ফেলো-
যতসব ময়লা জমেছিল তোমার সজ্জন মনে।
ওজন বাড়াও নিজের!
প্রতিটি ভোর হোক-
শুভ্রতায় নির্মিত এক নতুন 'তুমি' নিয়ে।