হরিণী নয়, সিংহী হও নারী!
- সাকিব জামাল
গাণিতিক হিসাব ধরো-
আথবা, ধরো, বাস্তুতন্ত্রের খাদ্যচক্র-
বাঘের ভয়ে দৌড়ে বেড়ানো- হরিণী, বাঁচতে পারে?
বেঁচে থাকা যায়!
উপায়?
হরিণী নয়, সিংহী হও নারী।
দ্রোহকে ভালোবেসে-
আমি হলফ করে বলতে পারি,
ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন- সেসব দূরের কথা!
তোমার দেহে-
নখের আঁচরও কাটতে পারবে না কেউ!
নিজেকে রূপান্তরে-
নিউরন মাঝে যদি তুলতে পারো ঢেউ।
বাঘের সাথে সমানতালে-
তুমিও চলতে পারো সবখানে, সবসময়।
হরিণী নয়, সিংহী হও নারী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন