সম্ভ্রান্ত
নয় জন্মগত পারিবারিক ঐতিহ্য বহনকারীর স্তুতি,
সম্ভ্রান্তের সংজ্ঞায়: শুধু ধনিকশ্রেণী ভুক্তি- তাও বিচ্যুতি!
বরং, প্রশস্ত যার নিজ হৃদয়,
ভালোবেসে মানুষের মন যে করে জয়,
তাকেই সম্ভ্রান্ত বলি আমি, দেই হৃদয়ে- শ্রদ্ধায় বসতি!
নয় জন্মগত পারিবারিক ঐতিহ্য বহনকারীর স্তুতি,
সম্ভ্রান্তের সংজ্ঞায়: শুধু ধনিকশ্রেণী ভুক্তি- তাও বিচ্যুতি!
বরং, প্রশস্ত যার নিজ হৃদয়,
ভালোবেসে মানুষের মন যে করে জয়,
তাকেই সম্ভ্রান্ত বলি আমি, দেই হৃদয়ে- শ্রদ্ধায় বসতি!
হেমন্ত উৎসব আমার- শুধু তোমায় ঘিরে!
তোমার জন্য-
ঘাসফুলের নুপুর, শিউলির মালা।
কামিনীর টিকলি, ছাতিমের ডালা।
সাজো। সৌরভে মাতো!
তারপর, আমার নিমন্ত্রণে,
শান্ত শান্ত শীতল শীতল কুয়াশাভেজা স্নিগ্ধ পায়ে-
'একেলা স্বর্গ' থেকে এসো নেমে।
উৎসব হোক শুরু- যুগল প্রেমে জনমে, পরজনমে!
তারাদের আমরা যেভাবে দেখি-
সেভাবে ছবি আঁকি না!
খাঁজকাটা পঞ্চভুজ কী বিজ্ঞানসম্মত?
নিরুত্তর চিত্রকর!
সময় বয়ে চলে-
সভ্যতাফুলের পাপড়ি অকালে ঝরে,
পূর্ণতা আসে না!
চিত্রভ্রান্তিতে ডুবে থাকে মানুষ।
চিত্রভ্রান্তিতে ডুবে থাকে সমাজ।
তোমার কাছে-
'বেনীআসহকলা' সাত রঙ আছে,
মাইক্রোস্কোপিক থেকে টেলিস্কোপিক-
যেমন দেখো, তেমন আঁকো-
ঠিকঠাক বিজ্ঞান মেনে।
মুক্তি আসুক মানবতার- সত্যচিত্র উন্মোচনে।