সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
নয় জন্মগত পারিবারিক ঐতিহ্য বহনকারীর স্তুতি,সম্ভ্রান্তের সংজ্ঞায়: শুধু ধনিকশ্রেণী ভুক্তি- তাও বিচ্যুতি!বরং, প্রশস্ত যার নিজ হৃদয়,ভালোবেসে মানুষের মন যে করে জয়,তাকেই সম্ভ্রান্ত বলি আমি, দেই হৃদয়ে- শ্রদ্ধায় বসতি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন