বুধবার, ৪ আগস্ট, ২০২১

বৃষ্টি অথবা বিগ ব্যাং

 বৃষ্টি অথবা বিগ ব্যাং

- সাকিব জামাল


নীল শাড়ি উধাও! মেঘকালো চুল বৃষ্টিফুল-

কদমরেণু হয়ে ঝরে...

ত্রিকোণ ঘর মাতাল। 

দারুণ সৃষ্টির রহস্য সেখানে!

বিগ ব্যাং এবং মহাবিশ্ব।

যোনিফুল এবং সভ্যতা।

একটি বিন্দুর চিৎকার। সুর, তাল, লয়।

এখনও বৃষ্টি হয়! তাই, সম্মুখ যাত্রায় সময়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন