দুঃখতমা
দুঃখতমা, কেন তুমি আমাকে এত্তো ভালোবাসো?
তোমার প্রেমে মাতাল আমি-
আমার প্রাক্তন সুখ-প্রেমিকাদের মনেই রাখি না।
তারা যেন সবাই-
তোমার ঠোঁটে হালকা রঙের লিপস্টিক,
জীবন, একটু চুমু খেতেই হারিয়ে যায়!
আর ফিরে আসে না। জোছনা শেষের গানে-
অমাবস্যার ফুল ফুটে ওঠে চারদিক!
আমি তোমাকেই ফের জড়িয়ে ধরি- অদ্ভুত মায়ায়!
দুঃখতমা, আমাকে কী আরেকটু কম ভালোবাসা যায় না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন