শুক্রবার, ১৯ মে, ২০২৩

বৈশাখে ফোটে আনন্দফুল

 বৈশাখে ফোটে আনন্দফুল

- সাকিব জামাল


নতুন ধানের ঘ্রাণে, 

বৈশাখে ফোটে আনন্দফুল কৃষ্ণাণীর মনে। 

কৃষক বাহানা খোঁজে- ভ্রমর হবে আবার! 

চতুর্থ শিল্প বিপ্লবের যান্ত্রিকতা পাশ কাটিয়ে- 

রাতের নির্জনে, ক্লান্তিহীন ডুয়েট গানে,

মাটির স্পর্শে উর্বর হয় মাটি।

আনন্দ দ্বিগুণ হয়ে প্রতিধ্বনি করে-

দুই ফসলের মাঠে! 

সভ্যতার সৌন্দর্য্য বেড়ে ওঠে-

মাটির মায়ায়, স্বপ্নীল আগামীর পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন