একই রকম থাকে না দিন!
- সাকিব জামাল
একই রকম থাকে না দিন!
সকালে দেখি- রোদ্দুর ভীষণ,
বিকেলে আঁকি-
মেঘের সমুদ্র, বৃষ্টিপ্রবণ।
একই রকম থাকে না দিন!
একই রকম থাকে না দিন!
- সাকিব জামাল
একই রকম থাকে না দিন!
সকালে দেখি- রোদ্দুর ভীষণ,
বিকেলে আঁকি-
মেঘের সমুদ্র, বৃষ্টিপ্রবণ।
একই রকম থাকে না দিন!
কালবেলা
- সাকিব জামাল
সুচিন্তা যখন, রাজনৈতিক উত্তাপে-
বাষ্প হয়ে উড়ে যায়, সময়ের হাওয়ায়
নেমে আসে তখন কালবৈশাখির ঘন অন্ধকার।
শাদা পালকের পাখিসব থাকে দূরে দূরে
পলাতকা জনঅধিকারের মতন।
সুযোগ পেয়ে ফিরে ফিরে আসে-
তোষামোদি চড়ুইয়েরদল উৎসব মেজাজে
বেসুরো কাকেরা এসে দাড়ায় কার্ণিশে ফের
আর স্বদেশ মানচিত্র মায়াহীন হয়ে পড়ে থাকে
গুমোট আবহাওয়া অধিদপ্তরে।
বোঝা দায়, এই সময়ে-
কত নম্বর বিপদ সংকেত কখন বয়ে যায়!
দুঃখ মোছার কোন ইরেজার নেই!
- সাকিব জামাল
প্রেমে পড়ার কালে,
আমি তাকে ভালোবাসার কথা বলিনি।
বলেছিলাম, আমার মনে অনেক দুঃখ!
সে বলেছিল, তার কাছে ইরেজার আছে।
দুঃখ মুছে দেবার ইরেজার!
আমি বিশ্বাস রেখেছিলাম।
শাদা ক্যানভাসে এঁকেছিলাম-
ভালোবাসার ছবি। পেন্সিল স্কেচ।
জীবনের চিত্রকলায়-
অর্থনীতির ফাংগাস আক্রমণ স্বাভাবিক।
আমাদেরও ব্যতিক্রম ঘটেনি!
ইরেজার ব্যবহৃত হলো-
ভালোবাসা মুছে দেবার কাজে!
দুঃখ রয়ে গেল। স্বভাবতই,
এখন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-
দুঃখ মোছার কোন ইরেজার নেই!
--------
কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এ প্রকাশিত।