শনিবার, ১০ জুন, ২০২৩

দুঃখ মোছার কোন ইরেজার নেই!

 দুঃখ মোছার কোন ইরেজার নেই!

- সাকিব জামাল


প্রেমে পড়ার কালে, 

আমি তাকে ভালোবাসার কথা বলিনি।

বলেছিলাম, আমার মনে অনেক দুঃখ!

সে বলেছিল, তার কাছে ইরেজার আছে। 

দুঃখ মুছে দেবার ইরেজার!

আমি বিশ্বাস রেখেছিলাম। 

শাদা ক্যানভাসে এঁকেছিলাম- 

ভালোবাসার ছবি। পেন্সিল স্কেচ।

জীবনের চিত্রকলায়-

অর্থনীতির ফাংগাস আক্রমণ স্বাভাবিক।

আমাদেরও ব্যতিক্রম ঘটেনি!

ইরেজার ব্যবহৃত হলো-

ভালোবাসা মুছে দেবার কাজে! 

দুঃখ রয়ে গেল। স্বভাবতই, 

এখন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-

দুঃখ মোছার কোন ইরেজার নেই!

--------

কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এ প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন