বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
অতঃপর অন্ধকার
অতঃপর অন্ধকার
- সাকিব জামাল
'নো ট্রাস্ট' এর এই যুগে, আমি বিশ্বাস রেখেছিলাম
তোমার ভালোবাসায়, প্রতিক্রিয়াজ্ঞান ভুলে!
জ্বলেছিল মোমবাতি মনপাগলা ঘরে।
ধুপধুনোর ঘ্রাণ ছিল শ্বাস-প্রশ্বাসে।
অথচ তুমি কামনার ডানা মেলেছো
নিরীহ পাখি শিকারে!
ছক মোতাবেক রাজকাহন শিখেছো বেশ।
রপ্ত করেছো ইনোভেটিভ অর্থনীতির রকমফের।
এলার্জিক ইফেক্টে, এখন
দম বন্ধ আমার। ঘোর অন্ধকার। বিব্রতকর ক্লেশ!
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
গেরুয়া রঙের রাতে
গেরুয়া রঙের রাতে
- সাকিব জামাল
যখন বৃষ্টি নামে রাতে,
গেরুয়া রঙের কদম ফোটে মনে।
রেণুময় ভেজা বাতাস বয়ে চলে
ভীষণ এলোমেলো- নীল আকাশের বারান্দায়!
এমন সময়ে তুমি,
যদি খুলে দাও শাড়ির জানালা তোমার,
দেখবে, একটি চড়ুই, ভাঙা বাসার বেদনা নিয়ে-
এসেছে তোমার ঘরে, অসহায় চোখে!
ইচ্ছে হলে, এই বর্ষায়, বীজ বুনতে পারো-
আউশ ধানের ক্ষেতে!
একদা বৃষ্টির বারামখানায়
একদা বৃষ্টির বারামখানায়
- সাকিব জামাল
রুফটপ মেঘের উপরে, বৃষ্টির বারামখানা।
ঝিকিমিকি বিজলীবাতি জ্বলে।
একখণ্ড কালো বরফ চেয়ারে-
আমি বসে আছি পেখম মেলে!
সন্ধ্যায় বলেছিলো মন, কবিতা আসবে ঘনরাতে।
অপেক্ষায় আছি। হঠাৎ দেখি, জলের আগুনে,
দুটো চড়ুই ভস্ম হয়ে গেলো-
ক্ষণকালের প্রেমে।
কী ভয়ঙ্কর সুন্দর যুদ্ধক্ষেত্র!
নফসঃ নেগেটিভ/পজিটিভ/স্পার্ক।
ঈশ্বরকে বললাম, আমাকে লুকিয়ে নাও-
মেঘের কফিনে। নুর খুঁজি বাকি জীবন!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)