গেরুয়া রঙের রাতে
- সাকিব জামাল
যখন বৃষ্টি নামে রাতে,
গেরুয়া রঙের কদম ফোটে মনে।
রেণুময় ভেজা বাতাস বয়ে চলে
ভীষণ এলোমেলো- নীল আকাশের বারান্দায়!
এমন সময়ে তুমি,
যদি খুলে দাও শাড়ির জানালা তোমার,
দেখবে, একটি চড়ুই, ভাঙা বাসার বেদনা নিয়ে-
এসেছে তোমার ঘরে, অসহায় চোখে!
ইচ্ছে হলে, এই বর্ষায়, বীজ বুনতে পারো-
আউশ ধানের ক্ষেতে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন