শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

হ্যালুসিনেশন

 হ্যালুসিনেশন

- সাকিব জামাল


প্রগাঢ় জোছনা। শাদা লাউফুলের মত 

ফুটে আছে চাঁদ। শিহরিত জমিন কাঁপছে 

জোনাকি জলের ছোঁয়ায়। 

উচ্ছাস অবাধ।

বিভ্রম নাঁচে মস্তিষ্কজুড়ে আমার!

দেখি, তুমি হাসছো। 

ভীষণ রহস্যময়!

আলতা পায়ে একটি রাজহংসী তখন 

হেলে দুলে নদীর দিকে যায়, এত রাতে

স্রোতের বিপরীতে আনন্দ খেলায়।

হঠাৎ একটি নিঃসঙ্গ পাথর এমন সময়ে

বিদীর্ণ হয়ে ঝর্ণার গান গায়

ছলাৎ, ছলাৎ...

অধরা চাঁদ

 অধরা চাঁদ

- সাকিব জামাল


...! অভিমান করেছে ডায়েরির পাতা! কথা কয় না বহুদিন। আমি বলি। সে বলে না! ঐশ্বরিক আর লৌকিক দ্বন্দ্বের দ্বীপে আমি দৌড়াই, দৌড়াই দুই পাহাড়ের মাঝে- একটি ঝর্ণার খোঁজে। প্রাণবন্ত ঝর্ণা। বয়ে যেতে যার দ্বিধা নেই!

     তৃষ্ণা ভয়ঙ্কর মায়াবী, ভীষণ বেপরোয়া! যার কাছে হেরে যায় জামানার কত সাধক কতবার। অথচ চাতক ধর্ম মেনে আমি ঠিকই জল চেয়েছিলাম মেঘের কাছে। ঝর্ণার কাছে চেয়েছি প্রেম। তবুও ব্যর্থ ভালোবাসার কিতাব! 

     ইহকাল আর কতদিন...!

অমর একুশে

 অমর একুশে

- সাকিব জামাল


একুশ আমায় এনে দিল

    ভাষার স্বাধীনতা,

মায়ের ভাষায় কথা বলার 

     মুক্তির বারতা।

আঁধার ভেঙে শহীদ মিনারে

    সূর্য উঠলো লাল,

রক্তে কেনা বাংলা ভাষা

      বাঁচুক চিরকাল।