সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
অমর একুশে
- সাকিব জামাল
একুশ আমায় এনে দিল
ভাষার স্বাধীনতা,
মায়ের ভাষায় কথা বলার
মুক্তির বারতা।
আঁধার ভেঙে শহীদ মিনারে
সূর্য উঠলো লাল,
রক্তে কেনা বাংলা ভাষা
বাঁচুক চিরকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন