একা একা বসে পুকুর ঘাটে
লক্ষী আসা জোসনা ভরা রাতে
নদীর জলে করে সে যে খেলা
মনের ঘরে দেয়না তবু ধরা !
এতো ডাকলাম, এতো দিলাম পুজা
তবু দেবী দেয়না তার মন
প্রতিক্ষণে তারে খুজি, তারে ভজি
তবু বয়না কেন প্রেমের পবন ?
সয়না যে আর এই অন্তরে
মধু জোসনায় এমন একাকী ভ্রমন
ভালবেসে তুমি আসো মোর ঘরে
রইল দেবী এ সবিশেষ নিমন্ত্রণ !
লক্ষী আসা জোসনা ভরা রাতে
নদীর জলে করে সে যে খেলা
মনের ঘরে দেয়না তবু ধরা !
এতো ডাকলাম, এতো দিলাম পুজা
তবু দেবী দেয়না তার মন
প্রতিক্ষণে তারে খুজি, তারে ভজি
তবু বয়না কেন প্রেমের পবন ?
সয়না যে আর এই অন্তরে
মধু জোসনায় এমন একাকী ভ্রমন
ভালবেসে তুমি আসো মোর ঘরে
রইল দেবী এ সবিশেষ নিমন্ত্রণ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন