প্রহরের পর প্রহর
এভাবে কতো অষ্টপ্রহর
হয়ে গেলো শেষ,
অথচ অপেক্ষায় তোমার
কবে এই কষ্ট প্রহর
হবে প্রান্ত শেষ ?
অপেক্ষায় ছিলাম সূর্য ওঠার
উঠে সে ডুবেও গেলো ।
অপেক্ষায় ছিলাম চন্দ্র ওঠার
উঠে সে ডুবেও গেলো ।
অথচ অপেক্ষায় তোমার
নবদিগন্ত উদয় হলোনা
দুর্ভাগার দর্শনে,
এই নষ্ট প্রহর আমার
কেন তবু হয়না শেষ
ক্লান্তি ভরা মননে ?
হে আমার প্রেম-
হে আমার সুশাসন
এভাবে কতো অষ্টপ্রহর
হয়ে গেলো শেষ,
অথচ অপেক্ষায় তোমার
কবে এই কষ্ট প্রহর
হবে প্রান্ত শেষ ?
অপেক্ষায় ছিলাম সূর্য ওঠার
উঠে সে ডুবেও গেলো ।
অপেক্ষায় ছিলাম চন্দ্র ওঠার
উঠে সে ডুবেও গেলো ।
অথচ অপেক্ষায় তোমার
নবদিগন্ত উদয় হলোনা
দুর্ভাগার দর্শনে,
এই নষ্ট প্রহর আমার
কেন তবু হয়না শেষ
ক্লান্তি ভরা মননে ?
হে আমার প্রেম-
হে আমার সুশাসন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন