বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

যৌবন : শিশির বিন্দু

ঝলমলে রোদকে ভালবেসে
শিশির যখন নিজের অস্তিত্ব হারায়,
তখন ডাকলে কাছে –
তাকে কি আর পাওয়া যায় ?


তেমনি বয়ে গেলে তিথি
যৌবন বিলাসকানন হয়ে যায় বিলীন,
বোঝনা কেন যুবক ?
এ নিয়ম শাশ্বত । ব্যতিক্রমহীন ।


শিশির বিন্দুও নেঁচেছিলো সবুজ পাতায় !
কিন্তু, কাঁহাতক ?
নবোদ্ গত যৌবনও ক্ষণিকের গান গায়,
পাঠ করে অব্যহত সময়ের ধারাপাত !


প্রাগুক্ত ! তবু বলি ফের –
যুবক বন্ধু আমার, এখনই গাও ধ্রুপদী গান,
করোনা হেলা এ উত্তম সময়ের
সত্য, সুন্দর পথের করো অনুসন্ধান ।


হৃদয়ে নীতিবোধ আঁকড়ে ধরো –
যৌবনের সময়টুকু করো সমাদর,
সুকর্ম সাধনে উন্মোচিত করো –
জীবনের সফলতার দ্বোর ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন