বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

তোমারই বিরহ নরক, তোমারই প্রেম স্বর্গ

তোমারই বিরহে মনটি আমার মেঘলা আকাশ,
বইছে দমকা হাওয়া, হৃদয় জুড়ে ঝড়ের পূর্বাভাস !


যদি না আসো ফিরে, আমার নীড়ে, বৃষ্টির হবো সঙ্গী,
দু চোখের জলে প্রশান্ত মনেও ঢেউ, ঢেউ ভঙ্গি !
উথাল পাথাল হৃদয় জুড়ে একলাই নরক বাস ।


তোমারই বিরহে মনটি আমার মেঘলা আকাশ,
বইছে দমকা হাওয়া, হৃদয় জুড়ে ঝড়ের পূর্বাভাস !


তোমারই প্রেমে মনটি আমার সোনালী আকাশ
স্বপ্ন মেলায়, রঙিন ভেলায়, সুখের বারো মাস !


যদি হাত ধরো, একান্তে ভালোবাসো, একটু দাও হেসে,
বিরহী মেঘ মালা ক্ষণিকে যায় দুর আজানা দেশে,
রংধনুর স্বপ্ত রঙে - রাঙিয়ে জীবন, দুজনেই স্বর্গ বাস ।


তোমারই প্রেমে মনটি আমার সোনালী আকাশ,
স্বপ্ন মেলায়, রঙিন ভেলায়, সুখের বারো মাস !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন