দখিনা বাতাসে মন উড়ে উড়ে যায়,
তোমার বারান্দায়-
খোলা জানালা দিয়ে তোমার শাড়ির ভাজে-
চিরকুট হয়ে লুকায়!
সহস্র বছরের জমা সিন্ধুকে ভরা ভালোবাসা -
উল্টে পাল্টে দেখো,
সর্বোচ্চ দামের জিনিস -
শুধু একটু কথায় কিনে নিও!
সযতনের মন
মানিক রতন প্রেম-
বাতাসে ভাসিয়ে
নিলামে তুলে দিলাম!
বিনিময়ে বলো-
থাকবো,
আছি,
ছিলাম ।
তোমার বারান্দায়-
খোলা জানালা দিয়ে তোমার শাড়ির ভাজে-
চিরকুট হয়ে লুকায়!
সহস্র বছরের জমা সিন্ধুকে ভরা ভালোবাসা -
উল্টে পাল্টে দেখো,
সর্বোচ্চ দামের জিনিস -
শুধু একটু কথায় কিনে নিও!
সযতনের মন
মানিক রতন প্রেম-
বাতাসে ভাসিয়ে
নিলামে তুলে দিলাম!
বিনিময়ে বলো-
থাকবো,
আছি,
ছিলাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন