আমার মত আমিই থাকি-
তুমি থাকো তুমিময়!
ভালোবাসার মিথ্যে ছলনায়-
বৃথা কেন সময় আপচয় ।।
লাটিমের মত ঘুরেছি বহু
আর নয়, আর নয় !
আমার চাওয়া অন্যভাবে চাই-
তোমার চাওয়ারও হোক জয় ।।
প্রজাপতির মত উড়েছি বহু
আর নয়, আর নয় !
আমার বাসনা আমারই থাকুক-
তোমার বাসনারও হোক জয় ।।
কোকিলের মত গেয়েছি বহু
আর নয়, আর নয় !
আমার সুর একাকী বাজুক-
তোমার সুরেরও হোক জয় ।।
তুমি থাকো তুমিময়!
ভালোবাসার মিথ্যে ছলনায়-
বৃথা কেন সময় আপচয় ।।
লাটিমের মত ঘুরেছি বহু
আর নয়, আর নয় !
আমার চাওয়া অন্যভাবে চাই-
তোমার চাওয়ারও হোক জয় ।।
প্রজাপতির মত উড়েছি বহু
আর নয়, আর নয় !
আমার বাসনা আমারই থাকুক-
তোমার বাসনারও হোক জয় ।।
কোকিলের মত গেয়েছি বহু
আর নয়, আর নয় !
আমার সুর একাকী বাজুক-
তোমার সুরেরও হোক জয় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন