সোমবার, ৬ আগস্ট, ২০১৮

এসব পাপ অগ্রহণযোগ্য

রাজপথে নিষ্পাপ রক্ত বেমানান-
                       রাষ্ট্রের পাপ!

নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব । না করা-
                       রাষ্ট্রের পাপ!
শিশুটি, কিশোরটি, যুবকটি, নারী-পুরুষ সব বয়সের সব মানুষটি- সবাই দেশকে ভালোবাসে। 
দেশমাতৃকার দু:খে কাঁদে, সুখে হাসে।  
এ মাটির দেহ, এদেশ পরিণত করেছে- এই মাটি, বায়ু, জল - আমাদের প্রাণ ।
এ দেশের সরকার, রাজপথ, আইন - আমাদের দান ।
দাতা গ্রহীতার এই সম্পর্ক শুধুই রাজনৈতিক নয়, বরং ভালোবাসার ।
সুতরাং আমার নায্য অধিকার না করতে পারোনা । যদি করো তাল বাহানা কারবার- 
                      রাষ্ট্রের পাপ!
রাজপথে নিষ্পাপ রক্ত বেমানান- মুছে ফেলো যে দাগ লেগেছে, আর মাখতে দিওনা সেখানে-
                      রক্তের ছাপ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন