চিত্রটি বারবার নিলামে তুলেছিলো অতীত সময়!
ফিরে এসেছে । ফিরে আসে । ভয় হয় হয়তো সভ্য সমাজে যদি তার ফের জন্ম হয়!
জীন প্রযুক্তি মতে কথা হলো-
আমি নিশ্চিত, ওটা আমার পূর্ব পুরুষের মর্মান্তিক ছবি ছিলো ।
চিত্রকর কিছু লিখে যান নি বর্ননায় ।
ইতিহাসবিদের বর্নানামতে-
চারপাশে ছিলো শত্রুদল । তীর ধনুক হাতে । মুখোশ পড়ে । তবুও এই শত্রুদলকে সবই চিনতো!
হঠাৎ, একদিন গোত্রের সবাই বললো-
আর সইতে পারছি না! কিছু একটা করো! অগ্রগামী চিন্তারত থাকো তুমি- আমরা দেখেছি ।
এসব করুন মুহুর্তে না করার উপায় থাকেনা! তারও ছিলোনা!
নিচুকন্ঠে সে সবাইকে বলেছিলো- সভ্যতা আধুনিক হবে ।
এসব থাকবে না দেখো!
তবু, গোত্রের লোক ঘিরে রাখে! আমাদের সময় গড়ে দাও দাবী নিয়ে ।
আমার পূর্ব পুরুষ: যে ছিলো নিলামে তোলার ছবির রক্তাক্ত নায়ক-
হুংকার দিয়েছিলো, "আমাদের বেঁচে থাকার অধিকার দাও ।"
তখনই চারপাশ থেকে ছুটে আসে শোষক শত্রুদলের তীর- রক্তাক্ত চিত্র আঁকা হয় সময়ের ক্যানভাসে ।
জীন তত্ত্ব মতে-
দুই দলেরই বংশগতি এখনও অব্যহত পৃথিবীজুড়ে!!!
ফিরে এসেছে । ফিরে আসে । ভয় হয় হয়তো সভ্য সমাজে যদি তার ফের জন্ম হয়!
জীন প্রযুক্তি মতে কথা হলো-
আমি নিশ্চিত, ওটা আমার পূর্ব পুরুষের মর্মান্তিক ছবি ছিলো ।
চিত্রকর কিছু লিখে যান নি বর্ননায় ।
ইতিহাসবিদের বর্নানামতে-
চারপাশে ছিলো শত্রুদল । তীর ধনুক হাতে । মুখোশ পড়ে । তবুও এই শত্রুদলকে সবই চিনতো!
হঠাৎ, একদিন গোত্রের সবাই বললো-
আর সইতে পারছি না! কিছু একটা করো! অগ্রগামী চিন্তারত থাকো তুমি- আমরা দেখেছি ।
এসব করুন মুহুর্তে না করার উপায় থাকেনা! তারও ছিলোনা!
নিচুকন্ঠে সে সবাইকে বলেছিলো- সভ্যতা আধুনিক হবে ।
এসব থাকবে না দেখো!
তবু, গোত্রের লোক ঘিরে রাখে! আমাদের সময় গড়ে দাও দাবী নিয়ে ।
আমার পূর্ব পুরুষ: যে ছিলো নিলামে তোলার ছবির রক্তাক্ত নায়ক-
হুংকার দিয়েছিলো, "আমাদের বেঁচে থাকার অধিকার দাও ।"
তখনই চারপাশ থেকে ছুটে আসে শোষক শত্রুদলের তীর- রক্তাক্ত চিত্র আঁকা হয় সময়ের ক্যানভাসে ।
জীন তত্ত্ব মতে-
দুই দলেরই বংশগতি এখনও অব্যহত পৃথিবীজুড়ে!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন