ফুলবাগানে ডুবসাঁতারে দম সুখময়-
পদ্মফুলের আশায় মাঝি উজানে নাও বায়।
কামস্রোতে নেমে আসে মন আগের ঠিকানায়!
পদ্মফুলের আশায় মাঝি উজানে নাও বায়।
কামস্রোতে নেমে আসে মন আগের ঠিকানায়!
সাঁতার শিখেই তবে জলে নামো-
নইলে জেনো, মেঘে শুধুই ঘর্ষণ হবে, হ্যাঁ বৃষ্টিও হবে।
তবু, মেঘের কপাট খুলবে নাকো!
নইলে জেনো, মেঘে শুধুই ঘর্ষণ হবে, হ্যাঁ বৃষ্টিও হবে।
তবু, মেঘের কপাট খুলবে নাকো!
সাদা অন্তর বিনে হৃদমাজারে-
লীলাময় জগত অজানাই রবে যুগ যুগান্তর।
যতই তোমার সময় কাটুক ডুবসাঁতারে!
লীলাময় জগত অজানাই রবে যুগ যুগান্তর।
যতই তোমার সময় কাটুক ডুবসাঁতারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন