আমি হবো-
এক নভোচারী,
চাদের দেশে-
আমি দেবো পাড়ি।
গবেষণা আমি-
করবো সেথায়,
কি করে চাদ-
আলো বিলায়?
কী দারুন-
ঐ চাদের হাসি!
তাইতো আমি-
এই স্বপ্নে ভাসি।
চাদের দেশে-
আমি দেবো পাড়ি।
গবেষণা আমি-
করবো সেথায়,
কি করে চাদ-
আলো বিলায়?
কী দারুন-
ঐ চাদের হাসি!
তাইতো আমি-
এই স্বপ্নে ভাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন