কুহুকুহু ডেকে যাও...
- সাকিব জামাল
নতুনকুঁড়ি, নতুন ফুল, নতুন সুরের প্রেমে-
কুহুকুহু কে ডাকে আমায়?
ও সে, পত্রঝরা বিরহী বৃক্ষডাল,
দ্রোহ লুকিয়ে রাখা শিমুললাল,
জাগরণের গানে মাতোয়ালা পাখিসব।
বিরহ ব্যথায়, শীতনিদ্রায়, ডুবন্ত হৃদয়-
দেয় দোলা ফের! বসন্ত এসেছে ...
জেগে ওঠাে প্রেমে,
জেগে ওঠাে দ্রোহে!
ভালোবাসা ছড়ানো নেশায় করো কলরব।
বসন্ত এসেছে, জেগে ওঠো, কুহুকুহু ডেকে যাও....
কুহুকুহু কে ডাকে আমায়?
ও সে, পত্রঝরা বিরহী বৃক্ষডাল,
দ্রোহ লুকিয়ে রাখা শিমুললাল,
জাগরণের গানে মাতোয়ালা পাখিসব।
বিরহ ব্যথায়, শীতনিদ্রায়, ডুবন্ত হৃদয়-
দেয় দোলা ফের! বসন্ত এসেছে ...
জেগে ওঠাে প্রেমে,
জেগে ওঠাে দ্রোহে!
ভালোবাসা ছড়ানো নেশায় করো কলরব।
বসন্ত এসেছে, জেগে ওঠো, কুহুকুহু ডেকে যাও....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন