আমি আগের নম্বরেই আছি!
চেনা-জানা আসা-যাওয়ার পথ, আড্ডাস্থল, বন্ধুমহল, কন্ঠস্বর কলরব।
মোবাইল নম্বর। ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমো একাউন্ট...
বদলে গেছো তুমি, বদলে গেছে সব।
বাস্তব কিংবা ভার্চুয়াল জগত কোথাও পাচ্ছি না খুঁজে তোমায়!
কী এমন হলো তোমার! মাস্টার্স শেষ, প্রেম শেষ! হঠাৎ বিরহ বৃষ্টি-
তোমার সাজলো বোধহয় নতুন পৃথিবী। ভেসে গেলো চোখ আমার,
যুগল স্বপ্নগুলোর- এখন একেলা চলা, একেলা দৃষ্টি!
হয়তো, নিজের মতো, তুমি বদলে নিয়েছো তোমায়- আমায় উপেক্ষা করে!
বেকার ছেলে আমি- বদলাতে পারিনি কিছু! না-বাইরে, না-ঘরে!
তবু, যদি ফের জাগে, স্মৃতির নিউরণ তোমার-
ইচ্ছে হলে, হ্যালো বলতে পারো!
আমি আগের নম্বরেই আছি...
মোবাইল নম্বর। ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমো একাউন্ট...
বদলে গেছো তুমি, বদলে গেছে সব।
বাস্তব কিংবা ভার্চুয়াল জগত কোথাও পাচ্ছি না খুঁজে তোমায়!
কী এমন হলো তোমার! মাস্টার্স শেষ, প্রেম শেষ! হঠাৎ বিরহ বৃষ্টি-
তোমার সাজলো বোধহয় নতুন পৃথিবী। ভেসে গেলো চোখ আমার,
যুগল স্বপ্নগুলোর- এখন একেলা চলা, একেলা দৃষ্টি!
হয়তো, নিজের মতো, তুমি বদলে নিয়েছো তোমায়- আমায় উপেক্ষা করে!
বেকার ছেলে আমি- বদলাতে পারিনি কিছু! না-বাইরে, না-ঘরে!
তবু, যদি ফের জাগে, স্মৃতির নিউরণ তোমার-
ইচ্ছে হলে, হ্যালো বলতে পারো!
আমি আগের নম্বরেই আছি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন