বুধবার, ১৮ মার্চ, ২০২০

বিস্ময়কর নারী - মায়া অ্যাঞ্জেলো

বিস্ময়কর নারী


মায়া অ্যাঞ্জেলো

সুন্দর নারীরা ভাবে আশ্চর্য হয়ে- কোথায় আমার গোপন রহস্য থাকে লুকিয়ে!
আমি দেখতে অপরূপ নই বা ফ্যাশন মডেলের গড়নে নই
তবে যখন আমি তাদের বলতে শুরু করি,
তারা মনে করে মিথ্যে বলছি আমি।
আমি বলি,
এটি আমার হাতের নাগালে
আমার উড়ুর প্রশস্তস্থলে,
আমার অগ্রগামী পদতলে,
আমার ঠোঁটের ভাঁজে ভাঁজে।
আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।


আমি প্রবেশ করলাম একটি ঘরে
শান্তশীতল যেমন তুমি চাও,
এবং একটি পুরুষ,
আনুসারীরা দাড়িয়ে থাকে অথবা
হাটু গেড়ে বসে থাকে কেউ।
তারপর তারা আমার চারপাশে তোলে ছন্দঢেউ,
যেন মধু মৌমাছির মৌচাক আমি।
আমি বলি,
আমার চোখে আগুন,
এবং আমার দাঁত সফেদ দারুণ,
কোমরে আমার নৃত্যদোল,
আর পায়ে আমার আনন্দমাদল।
আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।

পুরুষ নিজেরাই অবাক হয়ে যায়
তারা আমার মধ্যে কি দেখতে পায়।
তারা অনেক চেষ্টা করে
তবে তারা স্পর্শ করতে পারে না
আমার গহীন রহস্য।
যখন আমি তাদের দেখানোর চেষ্টা করি
তারা বলে, তারা এখনও দেখতে পাচ্ছে না।
আমি বলি,
এটি আমার পিছনের দেহধনুর বাঁকে,
আমার হাসির সূর্য মাঝে,
আমার উন্নত স্তন যুগলে,
আমার শৈলীর কারুকাজে।
আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।

এখন তুমি বুঝেছ
কেন আমার মাথা নত হয়না।
আমি চিৎকার করি না বা লাফালাফি করি না
অথবা বাস্তবসম্মত স্বরেই কথা বলি।
তুমি যখন আমাকে দেখো
তোমার উচিৎ গর্ববোধ করা।
আমি বলি,
এটি আমার হিলের ধাপে ধাপে রয়েছে,
আমার চুলের বাঁকেবাঁকে,
আমার হাতের তালুর স্পর্শে,
আমার যত্নের প্রয়োজনে,
'কারণ আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।

This is a translation of the poem Phenomenal Woman by Maya Angelou

যুগল পাখির মতো

যুগল পাখির মতো

- সাকিব জামাল

যুগল পাখির মতো দুজনে চলো
বেড়াই উড়ে ঐ আকাশ নীলিমায়,
সব স্বপ্নের ডানা মেলে মহা আনন্দে
ডুবে থাকি চিরদিনই ভালোবাসায় ।।

যুগল পাখির মতো কলরবে আজ
হোক জীবন সুখময়,
নেই কোনো বাধা, নেই কোনো লাজ
হৃদয় খুঁজুক হৃদয় ।
পাখিরা থাকে যেমন আপন নীড়ে আপন
মিস্টি মধুর সধনায় ।।

একলা পাখিরা কখনো বাঁচেনা ভালো
তুমি ছাড়া আমি তাই,
তোমার বাহুর মাঝে লুকিয়ে আমি
স্বর্গসুখ খুঁজে পাই ।
বাকি সব মিছে, কেবলই তোমারই ছোঁয়ায়
এ জীবনে বেঁচে থাকা যায় ।।

(মূলত এটি গানের কবিতা ।)

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

কেউ দুঃখ করিস না!

কেউ দুঃখ করিস না!

- সাকিব জামাল

মন কারিগর, আনন্দ কর,
        দুঃখ করিস না!
কোনো সাধনায়, এ জনম হায়-
       ফিরে পাবি না!
কেউ দুঃখ করিস না...

নদীর বুকে, ঢেউয়ের খেলা,
        কখনো থামে না!
সে ভয়ে কি, মাঝি মাল্লা-
        নৌকা চালায় না?
কেউ দুঃখ করিস না...

দিনের শেষ, নিথর বেশ-
      সময় রবে না!
যেটুকু শ্বাস, সুখেই ভাস্,
      কষ্টে ডুবিস না!
কেউ দুঃখ করিস না...

বুধবার, ৪ মার্চ, ২০২০

দীঘল রাতের হাইকুগুচ্ছ

দীঘল রাতের হাইকুগুচ্ছ

- সাকিব জামাল

১.

দীঘল রাত!
কবিতার নুপুর-
ডাকে প্রভাত!

২.

রাত দুপুর!
সূর্যের অপেক্ষায়-
নির্ঘুম সুর!

৩.

উন্মুক্ত দ্বোর,
আসেনা আলো ফিরে-
আঁধার ঘোর!

৪.

দীর্ঘকালীন-
সুসময় প্রার্থনা
ফলবিহীন!

৫.

কবি কাতর!
রাতের যাতনায়-
চাইছে ভোর।

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

বসন্তবেলায় দমকা হাওয়ায়!

বসন্তবেলায় দমকা হাওয়ায়!

- সাকিব জামাল

হঠাৎ করে তীব্র বেগে বসন্তবেলায় দমকা হাওয়ায়-
মন আকাশে জমাট মেঘে বিরহমাখা বিজলী চমকায়!
ঝলকে ওঠে নিউরণ পর্দায় মুখটি তোমার,
হারিয়ে ফেলা প্রেমের বেলায় সুখ সরবর,
পরক্ষণে বিদায় বলে স্মৃতির পাতায় ঝড় উঠে যায়!

বসন্ত বিরহ!

বসন্ত বিরহ!

- সাকিব জামাল

কী অস্বস্তিকর! বসন্তে আমার একেলা প্রহর!
বহমান বিরহে অবিরত কুয়াশামাখা ভোর,
দেবী, শিশির ভেজা পায়-
একটু নুপুর পরে আয়।
ভালোবেসে একবার কেবল হাতটি ধরি তোর!