দীঘল রাতের হাইকুগুচ্ছ
১.
দীঘল রাত!
কবিতার নুপুর-
ডাকে প্রভাত!
কবিতার নুপুর-
ডাকে প্রভাত!
২.
রাত দুপুর!
সূর্যের অপেক্ষায়-
নির্ঘুম সুর!
সূর্যের অপেক্ষায়-
নির্ঘুম সুর!
৩.
উন্মুক্ত দ্বোর,
আসেনা আলো ফিরে-
আঁধার ঘোর!
আসেনা আলো ফিরে-
আঁধার ঘোর!
৪.
দীর্ঘকালীন-
সুসময় প্রার্থনা
ফলবিহীন!
সুসময় প্রার্থনা
ফলবিহীন!
৫.
কবি কাতর!
রাতের যাতনায়-
চাইছে ভোর।
রাতের যাতনায়-
চাইছে ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন