বসন্তবেলায় দমকা হাওয়ায়!
হঠাৎ করে তীব্র বেগে বসন্তবেলায় দমকা হাওয়ায়-
মন আকাশে জমাট মেঘে বিরহমাখা বিজলী চমকায়!
ঝলকে ওঠে নিউরণ পর্দায় মুখটি তোমার,
হারিয়ে ফেলা প্রেমের বেলায় সুখ সরবর,
পরক্ষণে বিদায় বলে স্মৃতির পাতায় ঝড় উঠে যায়!
মন আকাশে জমাট মেঘে বিরহমাখা বিজলী চমকায়!
ঝলকে ওঠে নিউরণ পর্দায় মুখটি তোমার,
হারিয়ে ফেলা প্রেমের বেলায় সুখ সরবর,
পরক্ষণে বিদায় বলে স্মৃতির পাতায় ঝড় উঠে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন