জীবনের দৈর্ঘ্য সসীম, তবু অসীম দৈর্ঘ্যে স্বপ্ন দেখে মন!
স্বপ্নের অসীম দৈর্ঘ্যেই বেঁচে থাকে মানুষের আগামীক্ষণ ।
ভয় নেই! ভাঙে স্বপ্ন যতবার,
তার বহুগুণে, স্বপ্ন দেখো বারবার ।
স্বপ্ন দেখো মন, স্বপ্ন দেখো নিরবধি, পারো যতোক্ষণ!