ঈদের মানে বদলে দেয়া দুঃসময়!
ঈদের মানে বদলে দেয়া দুঃসময় চলছে পৃথিবীর বুকে!
স্বশরীর বন্ধ ঘরে, নেই প্রিয়জনের সাক্ষাত,
কেনাকাটার ধুম নেই, নেই কোন উচ্ছ্বাস। মন্দ বরাত!
এমন দুঃখক্রান্ত ঈদ দেখিনি এ জীবনে আগে-
সব সুখ যেন খেয়ে ফেলেছে এক 'করোনা' বাঘে!
বিচ্ছিন্নতার ঈদ এবার। মন পাখি আমার-
শুধু গায় করুণ সুরে দীর্ঘদুঃখের গান!
খুশি নেই, হাসি নেই। বিমর্ষ মনমুকুরে-
নেই কোনো আনন্দের কলতান!
প্রার্থনা করি এমন ঘরবন্দি ঈদের কালে-
সুখের তিলক ফুটুক ফের সব মানুষের ভালে।
ঈদের মানে বদলে দেয়া দুঃসময় কেটে যাক,
হারিয়ে যাওয়া আনন্দ আবার সবাই ফিরে পাক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন