তুমি আমি তারাদের মতো পাশাপাশি
অথচ, দূরত্ব কতো শত আলোকবর্ষ
হাবলের টেলিস্কোপ ব্যর্থ হয়-
আমাদের তুলনামূলক অবস্থান নির্ণয়ে!
আপাতদৃষ্টিতে প্রেম সরলরৈখিক কিন্তু বক্রতায় ভরা!
কেন্দ্র ভিন্ন, ভিন্ন ঘূর্ণনের কক্ষপথ।
সময়, স্বপ্নচিত্র ভিন্ন।
প্রেমের মহাকাশে-
তুমি আমি তারাদের মতো পাশাপাশি
অসীম দূরত্বে, বিরহে বিচ্ছিন্ন।