দেখছো এখন-
নদী মাতাল, মেতেছে স্বপ্ন ধুয়ে নেবার খেলায়!
'আশা' নাম বদলে দীর্ঘশ্বাসের সাথে মিশেছে,
যতনের সংসার ভেসে যায় কলার ভেলায়!


কিন্তু, গরিবের জন্মপাপে-
বিপদসীমার উপরে বয়ে চলে দুঃখের জল আজন্মকাল!


তোমরা কেউ কি আলাদা করতে পারো-
'চোখের জল আর বানের পানি'
কোনটি হু হু করে বাড়ছে?