জোছনাবিলাস
- সাকিব জামাল
পূর্ণিমা রাত,
আকাশে তালগাছ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে চাঁদ।
বাবুই পাখির বাসাগুচ্ছের মতো জোছনা'রা ঝুলছে।
আমি একটি বাসায় ঢুকে পড়ি,
দেখি মাটির দেয়ালে জোনাকীফুল-
মিটিমিটি আমায় ডাকছে।
আমি সারারাত জোছনায় ডুবাই,
ভিতর-বাহির।
জোছনাবিলাস
- সাকিব জামাল
পূর্ণিমা রাত,
আকাশে তালগাছ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে চাঁদ।
বাবুই পাখির বাসাগুচ্ছের মতো জোছনা'রা ঝুলছে।
আমি একটি বাসায় ঢুকে পড়ি,
দেখি মাটির দেয়ালে জোনাকীফুল-
মিটিমিটি আমায় ডাকছে।
আমি সারারাত জোছনায় ডুবাই,
ভিতর-বাহির।
আক্ষেপ
- সাকিব জামাল
তোমার সাথে আমার দেখা হয়,
আমার সাথে তোমার দেখা হয় না।
আমার সাথে তোমার দেখা হয়
তোমার সাথে আমার দেখা হয় না।
এ কেমন চোখ আমার- নুর সয় না!
এ কেমন মন আমার- দূর সয় না!