সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
জোছনাবিলাস
- সাকিব জামাল
পূর্ণিমা রাত,
আকাশে তালগাছ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে চাঁদ।
বাবুই পাখির বাসাগুচ্ছের মতো জোছনা'রা ঝুলছে।
আমি একটি বাসায় ঢুকে পড়ি,
দেখি মাটির দেয়ালে জোনাকীফুল-
মিটিমিটি আমায় ডাকছে।
আমি সারারাত জোছনায় ডুবাই,
ভিতর-বাহির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন