সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
আক্ষেপ
- সাকিব জামাল
তোমার সাথে আমার দেখা হয়,
আমার সাথে তোমার দেখা হয় না।
আমার সাথে তোমার দেখা হয়
তোমার সাথে আমার দেখা হয় না।
এ কেমন চোখ আমার- নুর সয় না!
এ কেমন মন আমার- দূর সয় না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন