একটি অপরাজেয় গল্পের অপেক্ষায়!
- সাকিব জামাল
শুনেছি, বিলুপ্ত প্রায়। অথচ প্রতিদিনই দেখা পাই তার!
বলছি, শকুনের কথা। শকুনের দলের কথা।
পথে-ঘাটে, অফিসে অথবা
এমন কি প্রার্থনা ঘরে
কোথাও বাদ নেই,
সর্বত্র বেপরোয়া ওড়ে-
সুযোগ পেলেই- খামচে ধরে,
ছোবল মেরে কেড়ে নেয়- অধিকার আমার।
কেউ আছো, মানবাধিকার মঞ্চে উঠে-
শকুন বধের অপরাজেয় গল্প শোনাবে আমাকে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন