শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

দুঃ

 দুঃ

- সাকিব জামাল


যতটুকু কপাল আমার, ততটুকুই দুঃখে ভরা!

সুখগ্রাসী সময়ে, যাপিত জীবনে আমার, 

সব শব্দের পূর্বে, চোখ বন্ধ করে এখন- 

'দুঃ' উপসর্গ বসাই আমি।

তারপর চলি পথ...

এবং এখানে কোন ডপলার ইফেক্ট নেই!



যতটুকু কপাল আমার, ততটুকুই দুঃখে ভরা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন