সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
বর্ষাবাউল
- সাকিব জামাল
পাতার আড়ালে-
পিঠে পিঠ লাগিয়ে ফোটে প্রথম কদম,
যুগপৎ বর্ষানন্দে!
ধীরে ধীরে, সিনায় সিনায় অসীম দরিয়ায়-
ডুবে যায় মন।
জারণ-বিজারণঃ মিষ্টি রসায়ন।
অতঃপর সুখে, সিক্ত সাধনে-
মেলে বাউল পরম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন