শনিবার, ২৫ জুন, ২০২২

প্রথম কদম

 প্রথম কদম

- সাকিব জামাল


পৃথিবীর প্রথম কদম ফুটেছিল আদমের বুকে।

কে না-জানে, বিরহ জলে-

মেঘ করে মন আকাশে! নামে বর্ষাকাল-

হৃদয়ের গহীনে। পুরুষ পাতার জমিনে,

একলা বাউলের গেরুয়া রঙে- 

ফোটে কদম ফুল। প্রিয়তমা'র মুখ!

মিলনের আহ্বানে-

অপেক্ষার ঘ্রাণ, রেণুময় বাতাসে- 

ভেসে চলে রিমঝিম সুরে। হাওয়ার ঘরে!

পৃথিবীর প্রথম কদম ফুটেছিল আদমের বুকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন