শনিবার, ৩০ জুলাই, ২০২২

তারপর যাবো শাহবাগের মোড়ে

 তারপর যাবো শাহবাগের মোড়ে

- সাকিব জামাল


বন্ধু, সকাল সকাল, ঘুম থেকে উঠো কাল।

তারপর, যাবো, শাহবাগের মোড়ে!

কেন, জানো, এ জায়গাটি- 

বেশ ভালো লাগে আমার?



কেন?



ওখানে গেলে, আমি হারিয়ে যাই 

ইতিহাসের পাতায় পাতায়।

শুনি, নানা দ্রোহের গান

ফেলা আসা অতীতের ভেলায়!

কল্পনার চোখে দেখি-

গ্রীক সভ্যতার এথেন্স। নিজেকে ফিরে পাই-

সংগ্রামী নাগরিক রূপে! গনতন্ত্র, সুশাসন

যেখানে শাদা পায়রা হয়ে- 

দলে দলে ওড়ে!



বেশ তো!

তাহলে, মাঝে মাঝে ওখানে যেতেই হয়!

বিরহকাল

 বিরহকাল

- সাকিব জামাল


মেঘের নেকাবে, অভিমানে, 

বারবার ঢেকে যায় আকাশ- এই বিভ্রান্ত মনের! 

বিষন্ন বাতাস ছুটে এসে মাংসাশী নেকড়ের মতো, 

ব্যবচ্ছেদ করে আমায় তুমুল উৎসবে!

গাঢ় অন্ধকার ঝড়ে, চোখে নাঁচে যমুনার ঢেউ।

মাটি ছাড়া আর কোন ঘ্রাণ পাই না- এই দেহের!

অথচ, হাতটি একটু ধরো, বলেছিলো- কোন একদিন, কেউ!

পড়ন্তবেলায়, এখন, ভালোবাসার কথামালায়- 

বিরাম চিহ্ন বসেছে ফুলস্টপ!


একদিন মেঘসন্ধ্যায়

 একদিন মেঘসন্ধ্যায়

- সাকিব জামাল


একদিন মেঘসন্ধ্যায়, কৃষ্ণকলি, আমায় ডাকে ইশারায়,

বলে ফিসফিস, চলো মাতি প্রেমে-

ভাঙা-গড়ার খেলায়, দুই পাহাড়ের চুড়ায়।

আমি না-করতে পারি না!

উড়ি, ভাসি। চুমু খেয়ে গলে যাই,

বক্ষ-উপত্যকা বেয়ে-

ছুটে চলি ত্রিমোহনায়।

ত্রিবেণীর যাত্রাপথেই- ফুটে ওঠে সভ্যতাফুল আমাদের।

শনিবার, ২ জুলাই, ২০২২

পদ্মা সেতু

 পদ্মা সেতু

- সাকিব জামাল


দক্ষিণবঙ্গের মানুষ জানে-

পদ্মা সেতু নিয়ে এতো আবেগের মানে!



কতো কতো দুঃখের গল্প ভেসে গেছে আজ,

সুখের সূর্য উঠেছে হেসেছে।

দক্ষিণের জানালা দিয়ে উঁকি দিচ্ছে-

বিশ্বজয়ে, গ্রীবা উঁচুকরা স্বপ্নসকল!



উন্নয়নের অবাক মহড়া শেষে,

এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে-

মেলেছে ঝাঁকে ঝাঁকে পাখিদের ডানা, 

অবিরত, অবারিত আকাশে।

------

কবিতাটি দৈনিক ভোরের কাগজ এ প্রকাশিত।