শনিবার, ২ জুলাই, ২০২২

পদ্মা সেতু

 পদ্মা সেতু

- সাকিব জামাল


দক্ষিণবঙ্গের মানুষ জানে-

পদ্মা সেতু নিয়ে এতো আবেগের মানে!



কতো কতো দুঃখের গল্প ভেসে গেছে আজ,

সুখের সূর্য উঠেছে হেসেছে।

দক্ষিণের জানালা দিয়ে উঁকি দিচ্ছে-

বিশ্বজয়ে, গ্রীবা উঁচুকরা স্বপ্নসকল!



উন্নয়নের অবাক মহড়া শেষে,

এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে-

মেলেছে ঝাঁকে ঝাঁকে পাখিদের ডানা, 

অবিরত, অবারিত আকাশে।

------

কবিতাটি দৈনিক ভোরের কাগজ এ প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন