শনিবার, ৩০ জুলাই, ২০২২

বিরহকাল

 বিরহকাল

- সাকিব জামাল


মেঘের নেকাবে, অভিমানে, 

বারবার ঢেকে যায় আকাশ- এই বিভ্রান্ত মনের! 

বিষন্ন বাতাস ছুটে এসে মাংসাশী নেকড়ের মতো, 

ব্যবচ্ছেদ করে আমায় তুমুল উৎসবে!

গাঢ় অন্ধকার ঝড়ে, চোখে নাঁচে যমুনার ঢেউ।

মাটি ছাড়া আর কোন ঘ্রাণ পাই না- এই দেহের!

অথচ, হাতটি একটু ধরো, বলেছিলো- কোন একদিন, কেউ!

পড়ন্তবেলায়, এখন, ভালোবাসার কথামালায়- 

বিরাম চিহ্ন বসেছে ফুলস্টপ!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন